logo
মেনু
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাবাংলা
    • ঢাকা
    • চট্রগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • রংপুর
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজধানী
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থ-বাণিজ্য
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • আইন-আদালত
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য...
    • অন্যরকম
    • চাকুরী সংবাদ
    • মুজিব বর্ষ
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • সাক্ষাৎকার
    • প্রবাসের খবর
    • নারীমেলা
    • ওপার বাংলা
    • জীব বৈচিত্র্য
    • ভ্রমণ
    • শিল্প-সাহিত্য
    • মতামত
    • বিশেষ সংবাদ
    • চাকুরী সংবাদ

বিনোদন
ইলিয়াস কাঞ্চনের ওপর যে কারণে ক্ষুব্ধ জায়েদ খান

Jan 18, 2022
Share
Tweet
banglanewspaper

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক করে একটি প্যানেল গড়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি লড়বেন সভাপতি পদে। কিন্তু ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত নায়কের এই কাজে মোটেই খুশি নন বিপক্ষ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। ইলিয়াস কাঞ্চনের নির্বাচনে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাই সব শিল্পীকে ডেকে বলতে পারতেন, শিল্পী সমিতির দায়িত্ব নিতে চাই। তাহলে তার বিপক্ষে কেউ নির্বাচন করত না। কিন্তু তিনি একটি প্যানেল বেছে নিলেন। তার মানে তিনি একটি পক্ষের হয়ে গেলেন। কাঞ্চন ভাইয়ের মতো মানুষের কোনো পক্ষের হওয়া উচিত নয়। সবার হওয়া উচিত ছিল। তিনি আমাদের গর্ব।’

জায়েদ এও জানান, তারা পুরো প্যানেল নিয়ে ইলিয়াস কাঞ্চনের কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন। জায়েদ বলেন, ‘আমরা কাঞ্চন ভাইকে বলেছিলাম, ভাইয়া আপনি কারও পক্ষে কাজ করবেন না। আপনি সবার। কিন্তু তিনি আমাদের ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাদের কাছে মোস্ট সিনিয়র এবং সম্মানিত ব্যক্তি। তাই কাঞ্চন ভাইয়ের একটি পক্ষ নিয়ে নির্বাচন করা উচিত হয়নি।’

প্রসঙ্গত, এটি চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। যেটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। দীর্ঘ ২১ বছর পর ফের এই নির্বাচনে অংশ নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এর আগে তিনি ১৯৮৯ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার লড়ছেন সভাপদি পদে। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নিপুণ লড়ছেন প্রথমবার।

অন্যদিকে, গত দুইবারের মতো এবারও মিশা সওদাগরকে সভাপতি পদে দাঁড় করিয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন জায়েদ খান। গত দুই মেয়াদে নির্বাচিত হয়ে তারা শিল্পী সমিতির দায়িত্ব সামলেছেন। এবারও দুজনে একই প্যানেলে থেকে স্ব স্ব পদে নির্বাচন করছেন। তাদের সঙ্গে আছেন একঝাঁক তারকা প্রার্থী।

এদিকে ইলিয়াস কাঞ্চন-নিপুণদের প্যানেলেও রয়েছে একঝাঁক তারকা। কাজেই দুই প্যানেলের জমপেশ লড়াই দেখার অপেক্ষায় ঢালিউড।

জায়েদ খান

পরবর্তী খবর

বিনোদন
স্টিকার ছাড়া ছবি পোস্ট করে ছেলের নাম জানালেন সিয়াম

Jun 27, 2022
Share
Tweet
banglanewspaper

চলতি বছরেই বাবা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত ২৬ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সিয়ামপত্নী অবন্তী।

রোববার (২৬ জুন) ছেলের বয়স দুই মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সপরিবারে তোলা একটি ছবি পোস্ট করে পিতৃত্বের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। পাশাপাশি ছেলের নামও জানিয়েছেন তিনি।

ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘অভিভাবকত্বের দুই মাস। জোরাইজ আহমেদ জায়ানের সুখী বাবা-মা।’

ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জায়ানকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছেন সিয়াম। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন অবন্তী। বাবার কোলে থাকলেও জায়ানের দৃষ্টি মায়ের দিকেই। ছেলের সঙ্গে মিলিয়ে নায়ক পরেছেন সাদা শার্ট, অবন্তীর পরনে লাল শাড়ি।

এর আগেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেছেন সিয়াম। তবে প্রতিটি ছবিতেই জায়ানের মুখে স্টিকার লাগিয়ে আপলোড করতে দেখা গেছে নায়ককে। আর যে দু-একটিতে স্টিকার লাগাননি, সেগুলোতে হাত দিয়ে ছেলের মুখ ঢেকে রাখতে দেখা গেছে। বলা চলে, ছেলেকে বেশ আড়ালেই রেখেছিলেন নায়কের পরিবার।

এবারই প্রথম ছেলের এক ঝলক দেখালেন এ দম্পতি। এতে পুরো চেহারা দেখা না গেলেও এক পাশ দেখেই তৃপ্ত হচ্ছে সিয়ামের অনুরাগীরা। তার সেই পোস্টের কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

ছেলের জন্মের পরদিন (২৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে গত ঈদের সিনেমা ‘শান’-এর মিট দ্য প্রেসে এসে সিয়াম জানিয়েছিলেন, ‘এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।’ অবশেষে ছেলের নাম বলার অনুমতি পেয়েছেন সিয়াম।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালের ডিসেম্বরে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর পেটে চুম্বনরত একটি ছবি নেটমাধ্যমে প্রকাশ করে বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এ নায়ক। মাস দুয়েক হলো তারা দুই থেকে তিন হয়েছেন।

সিয়াম

পরবর্তী খবর

বিনোদন
স্বামীর সঙ্গে ভোরের পদ্মা সেতু দেখলেন মাহি

Jun 27, 2022
Share
Tweet
banglanewspaper

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই সেখানে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। এই সেতুকে এক নজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকারাও পদ্মা সেতু ভ্রমণে যাচ্ছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিও পদ্মা সেতু ভ্রমণে যান, জানান তার উচ্ছ্বাসের কথা।

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (২৭ জুন) ভোরে স্বামী রাকিব সরকারের সঙ্গে পদ্মা সেতুতে ঘুরতে যান মাহি। এই সফরে আরও দুজন তাদের সঙ্গী হয়েছিলেন।

এদিন ভোর পৌনে ছয়টায় ফেসবুক লাইভে আসেন মাহি। এ সময় তিনি নেটিজেনদের ভোরের পদ্মা সেতু দেখান। লাইভের ক্যাপশনেও লেখেন, ‘ভোরের পদ্মা সেতু।’

এ সময় মাহি বলেন, ‘রাত ১২টায় হঠাৎ প্ল্যান করেছি, আজ আমরা পদ্মা সেতুতে ঘুরতে আসব। এখানে আসার সময় চিন্তা করছিলাম, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলব, যেখান থেকে পুরো পদ্মা সেতুর বাঁক দেখা যাবে। কিন্তু এমন কোনো জায়গা ফাঁকা পাইনি। যেখানেই দাঁড়াই সেখানেই অজস্র মানুষ, অসংখ্য গাড়ি। এত সকালেও মানুষ দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য।’

লাইভে রাকিব সরকার বলেন, ‘মানুষ দুঃস্বপ্ন দেখলে ঘুম আসে না, আবার স্বপ্ন পূরণ হলেও ঘুম আসে না। পদ্মা সেতুতে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম। শুধু আমি না, আমার মতো লক্ষ-কোটি মানুষ অপেক্ষায় ছিল, কবে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে।’ এ সময় পদ্মা সেতু দিয়ে পারাপারের সুবিধার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

মাহি

পরবর্তী খবর

বিনোদন
প্রচারণায় অনন্ত-বর্ষা, টিএসসিতে শিক্ষার্থীদের ঢল

Jun 26, 2022
Share
Tweet
banglanewspaper

এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।

এর আগে সিনেমাটির একটি টিজার প্রকাশ হলে মূলত আলোচনা শুরু হয় সিনেমাটি নিয়ে। রোববার (১৯ জুন) রাতে সিনেমাটির সম্পূর্ণ ট্রেলার প্রকাশ করা হয় অনন্ত জলিলের ভেরিফায়েড অ্যাকাউন্টে। প্রকাশের পরপরই মিডিয়াপাড়ায় প্রশংসার জোয়ারে ভাসছে।

এবার এই সিনেমার প্রচারণায় নেমেছেন অনন্ত-বর্ষাসহ তাদের পুরো টিম। এই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে (টিএসসি)। সেখানে শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এ জুটি। তাদের একনজর দেখতে জনতার ঢল নামে সেখানে। সন্ধ্যায় টিএসসিতে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরও ছিল ভিড়।

প্রসঙ্গত, গল্পে দেখা যাবে, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন-দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেই সব লোহমর্ষক প্রেক্ষাপট।

ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন অনন্ত জলিল। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠীকে দমন অভিযানে অংশ নেবেন তিনি।

এতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সিনেমাটিতে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্ত জলিল। এ ছাড়াও বাংলাদেশ ও ইরানের অভিনয়শিল্পীরা বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।

অনন্ত

পরবর্তী খবর

বিনোদন
পলাশের সঙ্গী হলেন সাদিয়া

Jun 26, 2022
Share
Tweet
banglanewspaper

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এবার একটি ওভিসিতে তার সঙ্গী হয়েছেন নবাগতা সাদিয়া আয়মান।

পলাশ গণমাধ্যমকে জানান, ‘কাজটি করতে গিয়ে একদল নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। শুটিং শেষে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল, যাক এমন একদল মানুষের সঙ্গে কাজটি করতে পেরেছি, যারা হাসিমুখে দিনটা শুরু করেছেন আবার হাসিমুখেই আমাকে বাড়ি পাঠিয়েছেন। দিনশেষে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফেরাই বড় কথা। সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ।’

সাদিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পলাশ বলেন, ‘তার (সাদিয়া) সঙ্গে এটা আমার প্রথম কাজ। সে দারুণ পারফর্ম করেছে।’

অন্যদিকে সাদিয়া বলেন, ‘যে চরিত্রে অভিনয় করেছি, সেটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। পলাশ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। আশা করছি, দর্শকরা আমাদের কাজটি পছন্দ করবেন।’

গত মঙ্গলবার (২১ জুন) ওভিসিটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিজু খান ও আকাশ হক।

সাদিয়া

ঢাকা সংবাদ

banglanewspaper
টাঙ্গাইলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্বির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 
banglanewspaper
পাত্রী দেখে মোটরসাইকেলে ফেরার পথে প্রাণ গেল প্রবাসীর
banglanewspaper
বিয়ের পরেও স্ত্রীর মর্যাদা পেতে দ্বারে দ্বারে ঘুরছে জুলিয়া!
banglanewspaper
টাঙ্গাইলে ট্রাকে করে ফেনসিডিল বিক্রির সময় গ্রেফতার ২
banglanewspaper
টাঙ্গাইলে সাড়ে ৭ কোটি টাকার দরপত্র নিয়ে মারামারি
banglanewspaper
টাঙ্গাইলে ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ ভুয়া সংবাদিক আটক

অন্যরকম সংবাদ

banglanewspaper
বিয়ের ১০ মাস পর জানতে পারলেন স্বামী পুরুষ না!
banglanewspaper
আজ কারাগারে অ্যাসাঞ্জের বিয়ে
banglanewspaper
পানির নিচ থেকে উঠে এল ‘ভুতুড়ে গ্রাম’!
banglanewspaper
অনলাইনে ক্লাস করতে গাছের উপরে বাড়ি তৈরি
banglanewspaper
আজব ঘটনা! হাঁসের হাতে মুরগি ‘খুন’, থানায় অভিযোগ
banglanewspaper
মারা গেলেন তসলিমা নাসরিন!
bdnewshour24.com
West Panthopath, Dhanmondi
Dhaka 1209, Bangladesh.
For News: bdnewshour24@gmail.com
For Adds: bdnewshour24@gmail.com
For Contact: 01745-052651
DMCA.com Protection Status bdnewshour24.com প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
© 2016-2017. All Rights Reserved. Powered by banglanewspaper CIS