
গাজীপুরের কাশিমপুর কারাগারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকের এনফোর্সমন্টে টিম। অভিযানে কয়েদিদের কাছে কারারক্ষীদের যোগসাজশে ফোন সরবরাহ করার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
বুধবার (১২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সালাম আলী মোল্লার নেতৃত্বে একটি অভিযান পরিচালনার সময় তারা সরেজমিনে এই অনিয়মের সন্ধান পান। বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।
দুদকের এনফোর্সমেন্ট টিম সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েদিদের অবৈধ ফোন সরবরাহ করা, নিম্নমানের খাবার প্রদান, ক্যান্টিনের খাবারের দাম বেশি রাখা এবং সঠিকভাবে চিকিৎসাসেবা প্রদান না করাসহ বেশ কিছু অভিযোগ অনুসন্ধানে এই অভিযান পরিচালনা করে দুদক।
অভিযানের সময় কারারক্ষীদের যোগসাজশে কোনো কোনো কয়েদির মোবাইলফোন ব্যবহারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। স্ক্যানিংয়ের মাধ্যমে একটি মোবাইলফোন উদ্ধার করেছে বলেও জানায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য সরেজমিনে কাশিমপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কারাগারে রান্নাঘর, ক্যান্টিন ও হাসপাতাল পরিদর্শন করে। এ সময় রান্নাঘরটি অপরিচ্ছন্ন থাকার বিষয়ে কারা কর্তৃপক্ষকে অভিহিত করে দুদক।
এনফোর্সমেন্ট টিম আরও জানায়, কার্ডের মাধ্যমে ক্যান্টিনের খাবার বিতরণ করা হয়। তবে কার্ডের বিপরীতে টাকা জমার সময় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।