
প্রায় তিন মাস আগে অভিনেতা শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যা প্রকাশ করেছেন সোমবার। এদিন সোশ্যাল মিডিয়ায় মা হতে যাওয়ার খবরও জানান নায়িকা। রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১৭ অক্টোবর পরীমনির সঙ্গে তার বিয়ে হয়। অনুষ্ঠান করে তা সবাইকে জানাবেন বলে এতদিন গোপন রেখেছিলেন।
এদিকে, মঙ্গলবার পরীমনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, রাজের সঙ্গে তার প্রেমের বিয়ে। ১৭ অক্টোবর তাদের বিয়ে হয়েছিল রাজদের আফতাব নগরের বাসায়। সেখানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নায়িকা এও জানান, মাত্র সাত দিন প্রেম করার পরই তিনি রাজকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং বিয়ে করেনও।
পরীমনির কথায়, ‘আমাদের অ্যারেঞ্জ মেরেজ নয়। আমরা প্রেম করেই বিয়ে করেছি। ‘গুনিন’ ছবির শুটিং করতে গিয়ে রাজের সঙ্গে আমার পরিচয়। কাজ করতে করতে আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম। আমাদের প্রেমের বয়স মাত্র সাত দিন। তার পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই এবং বিয়ে করি।’
এর আগে গত বছরের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকেও খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন পরীমনি। সে সময় হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১: সেই সব দিন’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন এই নায়িকা। রনি ছিলেন সেটির সহকারী পরিচালক।
ওই সময় পরীমনি জানিয়েছিলেন, ‘মার্চের ৩ থেকে ৭ তারিখ রনির সঙ্গে ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে একসঙ্গে ভীষণ আনন্দে সময় কাটে আমাদের। ৮ মার্চ ঢাকায় এসে রনিকে খুব মিস করছিলাম। পরদিন আমরা দেখা করি এবং রনি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’
অর্থাৎ, পরীমনির এই বক্তব্য থেকেই পরিষ্কার যে, আগের স্বামী রনির সঙ্গেও তার প্রেমের সম্পর্ক ছিল সর্বসাকুল্যে এক সপ্তাহের মতো। তারপর বিয়ে। এবার শরিফুল রাজকেও বিয়ে করলেন এক সপ্তাহ প্রেম করার পর। পরীমনির আগের বিয়েটা এক মাসও টেকেনি। তবে রাজের সঙ্গে সংসারটা যেন টিকে থাকে, এমনই প্রত্যাশা নায়িকার ভক্তদের।
তবে রনি বা রাজকে দিয়েই পরীমনির দাম্পত্য জীবনের আলোচনা শেষ নয়। রনিকে বিয়ের আগে ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক এবং কালচারাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি তামিম হাসানের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী। গত বছরের ১৪ এপ্রিল তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে যায় পরীমনি-তামিমের সম্পর্ক।
এ তো গেল নায়িকা পরীমনির দাম্পত্য জীবনের গল্প। চলচ্চিত্রে আসার আগেও এই অভিনেত্রী একাধিক বিয়ে করেছেন বলে ঢালিউডের বাতাসে কান পাতলে শোনা যায়। তার মধ্যে একটি বিয়ে হয়েছিল ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে।
সৌরভ ছিলেন পেশায় একজন ফুটবলার। বাড়ি যশোরের কেশবপুরে। তার সঙ্গে পরীমনির বিয়ের একটি কাবিননামা একসময় ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সৌরভের পরিবারের সম্মতিতেই পরীমনি অভিনয় জগতে এসেছিলেন বলে প্রচলিত আছে। যদিও নায়িকা হওয়ার আগের কোনো বিষয় নিয়ে কখনো মুখ খোলেননি পরীমনি।