
করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল প্রথমবারের মতো এক দিনে চার হাজারের বেশি মৃত্যু দেখল। যা দেশটিতে আগের সব রেকর্ড ভেঙেছে। তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো এখনও কঠোর লকডাউনের বিরোধিতা করে আসছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ৪,১৯৫ জন। দেশটিতে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।
দেশটিতে গত কয়েক সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছেই। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে
হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিভিন্ন শহরে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতেই অনেক রোগীর মৃত্যু হয়েছে। বেশ কিছু এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
ব্রাজিলের চিকিৎসক ও ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক ড. ম্যানুয়েল নিকোলিলেস বলেন, মনে হচ্ছে একটি পারমাণবিক চুল্লিতে চেইন রি-অ্যাকশন হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি জৈবিক ফূকুশিমা।
ব্রাজিলের হাসপাতালগুলোতে বেডের জন্য হাহাকার। অথচ সংক্রমণ হার ক্রমাগত বাড়ছে। এমনকি অপেক্ষাকৃত কম বয়স্করাও আক্রান্ত হচ্ছে। দেশটিতে ভাইরাসের অনেক বেশি সংক্রমণপ্রবণ নতুন স্ট্রেইন আঘাত হেনেছে।