Apr 07, 2021

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর উনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরও জানান, কবরীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তার আইসিইউ লাগছে না। সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৪ সালে 'সুতারাং' ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর 'বাহানা', 'তিতাস একটি নদীর নাম', 'রংবাজ', 'সারেং বউ', 'সুজন সখী'সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন অভিনেত্রী সারাহ বেগম কবরী।