Mar 03, 2021

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪৩৪ জনের দাঁড়িয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে আরও ৬১৪ জনের দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জনে।
বুধবার (৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে সর্বমোট ২১৭টি ল্যাবে ১৬ হাজার ৪১৪টি নমুন পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি নমুনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৯৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।