Feb 24, 2021

করোনা ভাইরাস থেকে সুরক্ষার টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই টিকা নেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ রেহানা দেশেই অবস্থান করছেন। তবে তিনি কোথায় টিকা নিয়েছেন তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন টিকা নিয়েছেন।