Feb 04, 2021

এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে মামুন মাহমুদ শাহকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে ব্যাংকটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এনআরবি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামুন মাহমুদ শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রোবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি আইসিবি ইসলামী ব্যাংক, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
মামুন মাহমুদ শাহ ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্দলিজ ব্যাংকেও কর্মরত ছিলেন।