Jan 23, 2021

জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমন ‘বিয়ে আমি করবো না’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয় শুরু করছেন।
রকিবুল আলম রকিব পরিচালিত সেই ছবিতে ইমনের নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এই প্রথম জুটি বাঁধছেন তারা।
কমেডি ধাঁচের সেই সিনেমার শুটিং গেল ১৬ জানুয়ারি থেকে সাভারে শুরু হয়েছে বলে জানিয়েছেন ছবিটির চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।
নতুন এ চলচ্চিত্র প্রসঙ্গে ইমন বলেন, ‘‘বিয়ে আমি করবো না’ পুরো একটি কমেডি মুভি। এত আমার চরিত্রটি ফানি। দর্শক আশা করি আনন্দ পাবেন। এ ছবির মধ্য দিয়ে রাকিব ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। তানহা তাসনিয়ার সঙ্গেও এটি আমার প্রথম ছবি। আশা করছি, ভালো কিছু হবে।’
২০১৮ সালে সবশেষ তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পায়। রুপালি পর্দার পাশাপাশি তিনি ছোটপর্দায়ও অভিনয় করছেন।