
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহমেদ আর নেই (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুলা আহমেদ বেশ কিছু দিন ধরেই অসুস্থ অবস্থায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বুলা আহমেদ বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। মন্ত্রীর স্ত্রীর বাইরেও কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ হিসেবেও তার পরিচিতি ছিল।
এদিকে মন্ত্রীপত্নী বুলা আহমেদের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।