Jan 03, 2021

রাজধানীর মাতুয়াইল থেকে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত গোপন কামরায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ তেজগাঁও বিভাগ।
রবিবার (৩ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর মাতুয়াইল থেকে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত গোপন কামরায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল সোমবার সকালে ডিবির গেটে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি প্রধান।