
মহামারি করোনাকালীন আসন্ন ছুটির দিনগুলোতে ভ্রমণ বাদ দিয়ে ঘরে থাকতে কিংবা ভ্রমণেও একান্তই যেতে হলে যাওয়ার আগে ও পরে অন্তত দুবার নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।
বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সেন্টার ফর ডিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, নিরাপদ থাকা ও অন্যকেও রক্ষা করার এখন সর্বোত্তম উপায় হচ্ছে ঘরে থাকা।
থ্যাংকসগিভিংয়ের আসন্ন ছুটিতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেয়া হলেও অনেক মার্কিনি তা উপেক্ষা করছে। করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে এজনই অপশন হিসেবে দুবার নমুনা পরীক্ষার কথা বলছে সিডিসি।
এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে সিডিসির চিকিৎসক হেনরি ওয়াক বলেছেন, ‘করোনার সংক্রমণ আবারও বাড়ছে। হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। মৃত্যু বাড়ছে। এই বৃদ্ধি যেভাবেই হোক ঠেকাতে হবে।’
থ্যাংকসগিভিংয়ে ছুটিতে ভ্রমণের কারণে করোনার সংক্রমণ বাড়লে সেটা এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে স্পষ্ট হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে সিডিসির আরেক কর্মকর্তা ডা. ফ্র্যায়েডম্যান বলেছেন, ‘এখন যে পরিস্থিতি, তাতে অবকাশকালীন ভ্রমণ স্থগিত করা ও বাড়িতে থাকাই সবচেয়ে নিরাপদ। থ্যাংকসগিভিংয়ের কারণে ভ্রমণ কিছুটা বাড়বে। এই ভ্রমণে কতিপয় লোক সংক্রমিত হলেও পরবর্তীতে সেটা বড় আকার ধারণ করতে পারে।’
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ মানুষ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে কমপক্ষে ২ লাখ ৭০ হাজার মার্কিনি।