Jan 18, 2020

১৮ ঘণ্টা বরফের নিচে আটকে থাকা এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।কিশোরীর নাম সামিনা বিবি।
বার্তা সংস্থা রয়টার্সকে ওই কিশোরী বলেন, হিমবাহ আঘাত করার পর নিজের বাড়িতেই একটি কক্ষের ভেতরে আটকা পড়ি। বরফের নিচে সেই কক্ষে তৈরি হওয়া ট্র্যাপ বা ফাঁদে শুয়ে ছিলাম। আমি ভেবেছি আমি সেখানেই মরব।
সামিনাকে উদ্ধার করা হয় বাকওয়ালী গ্রাম থেকে এবং পরে নেয়া হয় মুজাফফরাবাদের একটি হাসপাতালে। তার মা শাহনাজ বিবি জানিয়েছেন যে, বরফের ধস যখন আঘাত হানে তখন পরিবারের সদস্যদের নিয়ে তাদের তিন তলা বাড়িতে গোল হয়ে আগুন পোহাচ্ছিলেন। আমরা শব্দ শুনতে পাইনি। মুহূর্তের মধ্যেই সব ঘটে গেছে।
কিশোরীর মা আরও বলেন, এমনকি মেয়েকে ফেরত পাবেন এমন আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পা ভেঙেছে এবং তার মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল।