
এশিয়া কাপ কোথায় হবে এ নিয়ে দ্বিধা কাটছিল না। শ্রীলঙ্কা নাকি অন্য কোনো দেশে হবে আসন্ন এশিয়া কাপ। আগামী ২৭ আগস্ট শুরু হবে বলা থাকলেও ভেন্যু নিয়ে দুশ্চিন্তা থেকে যায় শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য।
শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হলেই আয়োযোক দেশ থাকবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্দা নামবে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের।
এসিসি’র প্রেসিডেন্ট মি. জয় সাহা বলেছেন, ‘এশিয়া কাপ শ্রীলঙ্কাতে আয়োজন করার সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত দেশটির অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার জন্য সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক থাকছে শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবারের এশিয়া কাপ অনেক গুরুত্ব পূর্ণ এশিয়ার দেশগুলোর জন্য। আমি আশা করব এসএলসি ও এসিসি মিলে দুর্দান্ত একটা টুর্নামেন্ট উপহার দেবে।’
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এসিসি'র সিদ্ধান্ত মেনে নিয়ে বলেছেন, ‘আমাদের প্রতিবেশি দেশগুলোকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানানোর অপেক্ষায় ছিলাম কিন্তু, এসিসির সিদ্ধান্ত আমি সমর্থন করছি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসিসি ও আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে আয়োজনটি সম্পন্ন করবে।'
সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে শুরু আর শেষ হবে ১১ সেপ্টেম্বর। মূল আসর শুরুর আগে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে একটি দল যুক্ত হবে মূল আসরে থাকা আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের সঙ্গে।