
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবি চেয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন। তারা গণমাধ্যমের কাছে নিজেদের ইভ্যালির গ্রাহক হিসেবে দাবি করেছেন।
শুক্রবার (১ জুলাই) বিকেলে ইভ্যালির বর্তমান বোর্ড সদস্যদের সংবাদ সম্মেলনের খবরে জড়ো হন তারা। এসময় সাংবাদিকদের দেখে তারা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালীন সময়ে রাসেল রাজু নামে এক গ্রাহক বলেন, ইভ্যালির সাবেক সিইও মো. রাসেলকে মুক্তি দিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ দিলে ইভ্যালি ঘুরে দাঁড়াবে। রাসেল জেলে যাবার পর থেকে দায়িত্ব নেওয়া বোর্ড যে পরিমাণ সময় নিয়েছে, তাতে কাজের কাজ হয়নি। রাসেল যদি এ সময় পেতেন, তাহলে এত দিনে সব চুকিয়ে ফেলতেন। ব্যবসা নতুন করে শুরু হতো। গ্রাহক-মার্চেন্টরা টাকা ফেরত পেতেন। একই সাথে মিলতো বিনিয়োগকারীও।
তিনি আরও বলেন, রাসেলকে জেলে পাঠিয়ে ই-কমার্স নিয়ে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা হয়েছে। অথচ তাকে সময় দেওয়া যেতো। তিনি অবশ্যই ভাল ইনভেস্টর ম্যানেজ করে ফেলতেন। সেই সময়টা তাকে দেওয়া হয়নি। তার মুক্তিতে লাখ লাখ গ্রাহকের কল্যাণ বয়ে আসবে। আমাদের একটাই দাবি তার মুক্তি।