
অনলাইন ডেটিং সাইটে পরিচয়। তারপর প্রায় ৩ মাস প্রেম। তবে এ সময়ে বিশেষ কোনও শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়নি তাদের মধ্যে। তারপরই বিয়ে করে প্রায় ১০ মাস একসঙ্গে কাটিয়েছেন তারা। কিন্তু অবাক করার বিষয়, এতদিন সংসার করার পর ওই নারী জানতেই পারলেন না তার স্বামী একজন মহিলা। অথচ তিনি দুঃস্বপ্নেও ভাবেননি তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
ওই নারীর অভিযোগ, ডেটিং সাইটে ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক ও কয়লা ব্যবসায়ী পরিচয় দেয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর প্রেমিকের পরামর্শে গোপনে বিয়ে করেন এ যুগল। বিয়ে করেই নতুন বাসায় ওঠেন তারা। তবে এরপর থেকেই ওই নারী ও তার পরিবারকে টাকার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত। এভাবে তাদের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেন ওই ব্যক্তি।
নিজের ব্যবসা থাকার পরেও বারবার টাকা চাওয়ায় ওই নারীর ও তার পরিবারের সন্দেহ হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলার চলাকালীন মহিলা জানতে পারেন, যার সঙ্গে তার বিয়ে হয়েছে, তিনি পুরুষই নন! বিষয়টি জেনে যাওয়ার পর ওই নারীকে দীর্ঘ দিন বাড়িতে আটকে রাখে অভিযুক্ত। মেয়ের খোঁজ না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন তার মা। তারপর পুলিশ তাকে উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তের পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, চিকিৎসকের ডিগ্রি থেকে ব্যবসা, কোনও কিছুরই নথিপত্র দেখাতে পারেননি অভিযুক্ত। সূত্র : আনন্দবাজার পত্রিকার