রমজানের প্রথমদিন সকাল থেকেই রাজধানীতে যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী সর্বস্তরের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকে মনে করছেন, একদিকে রমজান, অন্যদিকে স্কুল কলেজ খোলা রয়েছে এজন্য হয়তো যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
আজ রবিবার (৩ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, সাইন্সল্যাব এলিফ্যান্ট রোড, শাহবাগ, মতিঝিল, পল্টন, গুলিস্তান, ফার্মগেট, গুলশান মোড়, বনানী, বাড্ডা, লিংকরোড, কুড়িল বিশ্বরোড, উত্তরাসহ পুরো নগরীতেই যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
স্বল্প দুরত্বের পথ অতিক্রম করতে দীর্ঘ সময় সিগনালে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। যার কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
উত্তরার পথচারী নজরুল মিয়া বলেন, আজ রাজধানীতে অসহনীয় যানজট। একদিকে রোজা অন্যদিকে যানজটে সব মিলিয়ে নাকাল অবস্থা।
শাহবাগ থেকে মিরপুরের পথযাত্রী মিলন মিয়া বলেন, রমজানের দিনেও রাস্তায় যানজট। একদিকে রোজা অন্যদিকে যানজট। আর ঢাকা ভালো লাগেনা এবার ঈদে বাড়িতে গেলে আর ঢাকায় আসব না।
বাংলামোটর থেকে বাড্ডার পথচারী জাকির হোসেন বলেন, ভেবেছিলাম রমজানে একটু যানজট কম হবে এখন দেখি প্রচন্ড যানজট।
মালিবাগে কথা হয় মোহাম্মদপুরের যাত্রী নয়ন হোসেনের সঙ্গে তিনি বলেন, এমনিতেই মালিবাগে যানজট থাকে। ভেবেছি রমজান একটু যানজট কম হবে কিন্তু রমজানের শুরুতেই রাস্তায় যানজট লেগে আছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোড়ে মোড়ে যানবাহনের চাপ সমালাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের। জ্যামে আটকা পড়ে বিরক্ত যাত্রীরা। তারা বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন। তারা অপেক্ষায় রয়েছেন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে।
আজিমপুর বাস স্ট্যান্ডে কথা হয় অফিসগামী যাত্রীদের সঙ্গে তারা জানিয়েছেন, আজ প্রথম রমজান রাস্তায় ব্যাপক যানজট হতে পারে এজন্য সকাল সকাল বের হয়েছে।
নিউমার্কেটে কথা হয় অফিসগামী যাত্রী আহমেদের সঙ্গে তিনি বলেন, রোজা রেখেছি তাড়াতাড়ি যাতে অফিসে যেতে পারি এজন্য আগেভাগেই বের হয়েছি।
এদিকে, একাধিক যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যানজটের কারণে একদিকে তারা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন অন্যদিকে তারা অফিস কর্মঘন্টা সংকটে পড়ছেন। অফিসগামী মানুষের অভিযোগ, যানজটের কারণে প্রতিদিন অফিসে যেতে দেরি হওয়ায় অফিসের বস অথবা কর্তৃপক্ষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়।
অনেকের দাবি, সাধারণত আধঘন্টা অফিস ডিউটি হলেও রমজানে অফিসের সময় কমিয়ে আনা হয়েছে তার পরেও যানজটের কারণে অতিরিক্ত অফিস করতে হচ্ছে। অফিসগামী যাত্রীরা বলেন, যদি যানজটের কবলে পড়তে না হতো সঠিক মত অফিসে যাওয়া যেত তাহলে এই অতিরিক্ত চাপ নিতে হতো না।
এদিকে, ট্রাফিক পুলিশ বলছে, দুপুরের পর অথবা সন্ধ্যা নাগাদ ইফতারের আগেই স্বাভাবিক হয়ে আসবে যানজট পরিস্থিতি। তাদের দাবি প্রতি রমজানে রাজধানীতে কিছুটা যানজট তৈরি হয়। এবং সেটা ইফতারের আগেই নিয়ন্ত্রণে চলে আসে।
জানতে চাইলে শাহবাগে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমাম হোসেন বলেন, আজ প্রথম রমজান অনেক অফিস টাইমের পরিবর্তন হয়েছে। এবং মানুষ আগে ভাগে ঘর থেকে বের হয়েছে এজন্য হয়তো একটু যানজট বেশি মনে হচ্ছে।
তিনি বলেন, আগে শাহবাগে বড় রাস্তা ছিল এখন মেট্রোরেলের কারণে রাস্তার লেন ছোট হয়েছে এজন্য এ এলাকায় একটু বেশি যানজট দেখা যাচ্ছে।
গুলিস্তান মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক-ই-ইলাহী বলেন, গুলিস্তানে অফিস টাইমে সব সময় যানজট থাকে। তার কারণ হলো ঠিক মতো রাস্তার লেন যদি না চলে তাহলে এ যানজট দেখা দেয়। তাছাড়া আজ প্রথম রমজান রাস্তায় একটু যানজট বেশি বলে মনে হচ্ছে।