banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: কয়েকদিনের টানা বৃষ্টিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষে পানি জমেছে প্রায় ২ ইঞ্চি। ফ্লোরে পানি থাকা অবস্থায়ই ক্লাস করেছে রাষ্ট্রবিজ্ঞান ৩য় ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে প্রায় ২ ইঞ্চি বৃষ্টির পানি জমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষে আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৪র্থ তলায় অবস্থিত। মূলত ছাদের পানি নামার পাইপ ফেঁটে এমন অবস্থার সৃষ্টি হয়। পাইপের ফাঁটা অংশের সাথের যে দেয়াল ওখান থেকে একটা ইট সরে গেলে দেয়ালে একটা ছিদ্র সৃষ্টি হয়। আর সেই ছিদ্র দিয়ে পাইপের পানি শ্রেণীকক্ষে প্রবেশ করে।

দুপুর দেড় টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য এ কে এম মাহবুব হাসান ৪র্থ তলা থেকে পানি পড়তে দেখে নিজে এসে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে যান।

উল্লেখ্য, দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান ৩য় ব্যাচের ক্লাস চলে এবং ক্লাসের শেষ পর্যন্তই শ্রেণীকক্ষের ফ্লোরে পানি ছিলো