banglanewspaper

জাহিদ হাসান, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সাথে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২ টার দিকে উপাচার্যের কার্যালয়ে ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জানান।

মত-বিনিময় সভায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সহযোগি ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।