banglanewspaper

টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী একটি টুইটার পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি কলকাতার নীলরতন সরকার হাসপাতালে বেশ কয়েকটি কুকুরকে পিটিয়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেই ভিডিও দেখে মর্মাহত হন মিমি। তার মতো টালিগঞ্জের অনেক তারকাও প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু মিমির একটি বিতর্কিত পোস্টকে ভালো চোখে নেয়নি অনেকেই।

নৃশংস এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইটারে পোস্ট করেন মিমি। তিনি লিখেন ‘আমি চাই তোমাদেরও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে।’

তিনি আরও লিখেন, ‘হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমন বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি পরোয়া করি না।’ 

তবে মিমির এমন পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকেই মিমির এই পোস্টটিকে ভালোভাবে নেননি, তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মিমির পশুপ্রেম সকলেই জানে। চিকু নামে তার এক পোষ্য কুকুরও রয়েছে।