banglanewspaper

এবারের ইংরেজি নববর্ষ পালন করতে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। মনে হচ্ছে, সেই সমুধুর স্মৃতি নতুন কিছু উসকে দিচ্ছে মৌনির মনে।

সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সৈকতে সময় কাটানোর বেশ কয়েকটি পুরোনো ছবি শেয়ার করেন বঙ্গতনয়া মৌনি রায়। দুবাই স্মৃতি নিয়ে কিছুদিন মৌন থাকলেও এবার সরব হলেন মৌনি। ক্যাপশনে লিখেছেন, ‘মিসিং’।

দিন কয়েক আগেই ‘কেজিএফ : কোলার গোল্ড মাইনস’ সিনেমায় একটি বিশেষ গানে দেখা গেছে ‘গোল্ড’ খ্যাত মৌনি রায়কে।

পোস্ট করা দুবাইয়ের চিত্র-দিনলিপিতে ৩৩ বছরের মৌনিকে দেখা গেছে দুর্দান্ত সময় কাটাতে। একটি ছবিতে দেখা যাচ্ছে, বালির ওপর বসে আছেন তিনি। চোখে রোদচশমা। সামনে ছড়িয়ে আছে দুয়েকটি বই।

মৌনির দুর্দান্ত ক্যাপশন, ‘মনে হচ্ছে অসংখ্য কবিতা আর সূর্যাস্ত পেরিয়ে আসামান্য কেউ আমাকে ছুঁয়ে গেল!’

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এর সফল অভিনেত্রী মৌনি রায় অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায় বলিউডে অভিষেক করেন।

মৌনিকে এরপর জন আব্রাহামের সঙ্গে ‘রোমিও আকবর ওয়াল্টার’ সিনেমাতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৯ এপ্রিল। রাব্বি গ্রেওয়াল পরিচালিত এ সিনেমায় মৌনি ও জন ছাড়াও জ্যাকি শ্রফ, সুচিত্রা কৃষ্ণমূর্তি, সিকান্দার খের রয়েছেন।

এ ছাড়া মৌনিকে ‘মেইড ইন চায়না’ সিনেমাতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন ‘স্ত্রী’ খ্যাত রাজকুমার রাও। আগামী ৩০ আগস্ট ছবিটি মুক্তি পাবে। সূত্র : এনডিটিভি