banglanewspaper

ইয়েমেনে বিরোধী যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত সাত সৌদি সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সৌদি জোটের ক্রমাগত হামলা ও অবরোধ আরোপের জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

জিজান অঞ্চলে সৌদি সেনাদের একটি জমায়েত লক্ষ্য করে বৃহস্পতিবার ওই হামলা চালানো হয় বলে ইয়েমেনি গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের প্রেসটিভি জানিয়েছে।

এর আগে ইয়েমেনের হোঘি আনসারুল্লাহ নামের একটি গ্রুপ সৌদি জোটের ওপর প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারি দেয়।

খবরে বলা হয়েছে, লাহিজি প্রদেশে ইয়েমেনের সবচেয়ে বড় বিমানঘাঁটিতে, যেটি এখন সৌদি আরবের ভাড়াটে সেনাদের নিয়ন্ত্রণে, বৃহস্পতিবার সকালে ওই ড্রোন হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে সিনিয়র সৌদি গোয়েন্দা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ তামাহ রয়েছেন।

এ ছাড়া আহতদের মধ্যে অন্যতম হলেন ডেপুটি চিফ অব স্টাফ সালেহ আল-জান্দারি, সিনিয়র কমান্ডার ফাদেল হাসান এবং লাহিজি প্রদেশের গভর্নর আহমেদ আব্দুল্লাহ আল-তুর্কি।