banglanewspaper

দক্ষিণী ছবির ছোট্ট একটি ক্লিপ প্রিয়া প্রকাশকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ভ্রৃ কাঁপিয়ে রাতারাতি জাতীয় ক্রাশের উপাধিও পেয়ে যান তিনি। এর পর অনেক সিনেমার অফারও পেয়েছেন। রণভীর সিং এর সঙ্গে সিম্বা সিনেমাতেও অভিনয় করার কথা ছিল তার।

ব্লকবাস্টার ‘সিম্বা’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করা না হলেও একই ফ্রেমে পাওয়া গেল তাদের। সম্প্রতি তাদের একটি ঘনিষ্ট ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিকি কুশল অভিনীত ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’ ছবির প্রদর্শনীতে আমন্ত্রিত হয়েছিলেন দু’জনে। প্রিয়া এবং রণভীরের একে অপরের সঙ্গে দেখা হতেই সেলফি তুললেন তারা। এই ছবিটি এখন জন্ম দিয়েছে নতুন আলোচনার।

শুধু বলিউড নয় সোশ্যাল মিডিয়ার চারিদিকে ছড়িয়ে গিয়েছে এই সেলফি। রনভীর-প্রিয়াকে এক ছবিতে দেখে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন যে একই ছবিতে তাদের শিগগিরই দেখতে চায়।