banglanewspaper

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত মানুষ। তুষারঝড়ে মিজৌরি ও কানসাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিজৌরি ও কানসাসের সড়ক তুষারে ঢেকে গেছে। পিচ্ছিল সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, তুষার ঝড়ের কারণে মিসৌরিতে বহু গাড়ি পথে আটকা পড়ে যায়। এ অঞ্চলে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। সেন্ট লুইসে রেকর্ড ১০ দশমিক ৪ ইঞ্চি তুষার জমেছে। কলাম্বিয়ায় তুষারের পরিমাণ ১৫ দশমিক ৫ ইঞ্চি। 

মেক্সিকোতে বৃষ্টি ঝড়িয়ে পরে যুক্তরাষ্ট্রে এসে এটি তুষারঝড়ে পরিণত হয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তুষারঝড়টি শুক্রবার কানসাস ও মিসৌরিতে আঘাত হানে। এই ঝড় শনিবারও তাণ্ডব চালায়। এরপর এটি আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা ও ওহিওর কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে।