banglanewspaper

প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০তম গোলের মাইলফলক গড়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুয়ে রবিবার (১৩ জানুয়ারি) রাতে এসডি এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে এই নতুন কীর্তি গড়েন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। ম্যাচের ৫৩তম মিনিটে ডি-বক্সে লুইস সুয়ারেসের ছোট পাস ধরে কোনাকুনি একটু এগিয়ে গোলটি করেন লিওনেল।

স্পেনের শীর্ষ লিগে মোট ৪৩৫ ম্যাচ খেলে অসাধারণ এই কীর্তি গড়লেন মেসি। ম্যাচ প্রতি তিনি গোল করেছেন প্রায় ০.৯২ হারে। ৮৩ ম্যাচে মেসি গোল করেছেন দুটি করে আর ৩১ বার হ্যাটট্রিক করেছেন। ২০০৪ সালের অক্টোবরে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় অভিষেক হয় মেসির। 

পরের বছর ১ মে আলবাসেতের বিপক্ষে লিগে প্রথম গোলের দেখা পান। ২০১০ সালের ২০ নভেম্বর আলমেইরার বিপক্ষে করেন শততম গোল। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ওসাসুনার বিপক্ষে ২০০তম ও ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি স্পোর্তিং গিহনের বিপক্ষে ৩০০তম গোল করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বর্তমানে প্রতিযোগিতাটিতে খেলছে এমন ফুটবলারদের মধ্যে গোলের হিসেবে মেসির ধারে কাছে নেই কেউ। মেসির সবচেয়ে কাছের প্রতিযোগী আথলেতিক বিলবাওয়ের আরিৎস আদুরিসের গোল ১৫৭টি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লা লিগার ৯০ বছরের ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকাতেও বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছেন।