Jan 12, 2019

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগামী ১৫ জানুয়ারি ফরম বিরতণ করা হবে।
শনিবার (১২ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা ধানমন্ডিস্থ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।