Jan 09, 2019

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ২১৩০ পিচ ইয়াবা ও ১০ লক্ষ ৯৮হাজার ১শ ৫০ টাকাসহ গোলাম রব্বানী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল।
গতকাল মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শালখুরিয়া এলাকায় অভিযান পরিচালোনা করে উল্লেখিত মাদকদ্রব্য ও টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রব্বানী শালখুরিয়া গ্রামের তোসাদ্দেক হোসেন তোসার ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সামসুল হোসেন জানান, র্যাব-১৩ গ্রেফতারকৃকে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে র্যাব-১৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।