এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে শনিবার সন্ধ্যায় মোড়েলগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে শোক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল সুমনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, শ্রমীক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ফরাজী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সভাপতি মুসফিকুর রহমান নাহার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াসন হোসেন দুলাল, কৃষক লীগের আহ্বায়ক আব্দুল হালিম জোমাদ্দার, যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, ছাত্রলীগের পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, মাহমুদুল হাসান মিলন ও মাহমুদুল হাসান শুভ।
সভা শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।