banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১ টি বিসফোরিত এবং ৪ টি অ-বিসফোরিত ককটেল উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।

আত্রাই থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রি আনুমানিক সাড়ে দশটার সময় উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরন ঘটলে আশে পাশের লোকজন হতবাক হয়ে থানায় খবর দিলে ওসি মোঃ মোবারক হোসেন ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে বিস্ফোরিত ১ টি এবং অবিস্ফোরিত ৪ টি ককটেল উদ্ধার করে।

এসময় রাস্তায় জেগে উঠো দেশপ্রেমিক তৌহিদি জনতা নামে জামাতে ইসলামী বাংলাদেশের লিফলেট পড়ে থাকতে দেখাযায়।

আত্রাই থানার ওসি বলেন, খবর পেয়ে ১ টি এবং অবিস্ফোরিত ৪ টি ককটেল উদ্ধার করে থানায় এনেছি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি। তদন্ত চলছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।