banglanewspaper

ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০, এমন অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে। ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ওএসটিতে প্রাইভেসি প্যানেল ফিচার যুক্ত করেছিল মাইক্রোসফট। মাইক্রোসফটের এমন উদ্যোগের পর ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করতে পারত। 

এখন আবারো সেই পুরনো অভিযোগ উঠেছে, বলা হচ্ছে মাইক্রোসফট আবারও ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে।

প্রাইভেসি প্যানেলে ব্যবহারকারীরা কোনো তথ্য শেয়ারের অনুমতি না দিলেও সেই তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডনেটে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কোন অ্যাপ ব্যবহার করছেন এমন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০।

এ ছাড়া ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্রমের ওপর নজর রাখে উইন্ডোজ ১০।

অনুমতি ছাড়া তথ্য নেয়ার বিষয়টি উইন্ডোজ ১০-এর নীতিমালায় উল্লেখ নেই।

অনুমতি ছাড়া তথ্য নেয়ার বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। উইন্ডোজ ১০ এর নতুন আপডেট এ সমস্যার সমাধান করবে বলে মনে করা হচ্ছে।