banglanewspaper

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মুজাহিদুল ইসলামী বাংলাদেশের (জেএমবি) ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর স্পেশাল অ্যাকশন গ্রুপ। গ্রেফতাররা হলেন- আব্দুল হাকিম, নোমান ও শফি।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একাদশ জাতীয় সংসদ ও থার্টি ফাস্ট নাইটে উপলক্ষে টার্গেট কিলিংয়ের পরিকল্পনা ছিল। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, ‘‘ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর স্পেশাল অ্যাকশন গ্রুপ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ টি ডাবল এডজ, ১ টি মিশেট, ৩০টি আইইডি কন্টেইনার এবং ১.৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, আব্দুল হাকিম জেএমবি’র কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান । ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দেয়। জেএমবিতে যোগদানের পূর্বে সে ইসলামিক বই-পুস্তক বিক্রি করত। গ্রেফতারকৃত নোমান জেএমবি’র চট্টগ্রাম অঞ্চলের আসকরী (সামরিক ) প্রধান এবং শফি জেএমবি’র আসকরী সদস্য।’’

তিনি বলেন, ‘গ্রেফতারদের সকলের বাড়ি কক্সবাজার জেলায় । তারা আসন্ন নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টি ফাস্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিল।’