banglanewspaper

এম. ডি. ইউসুফ, স্বরূপকাঠী প্রতিনিধি: স্বরূপকাঠীতে নৌকা মার্কার সমর্থনে সুটিয়াকাঠি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আজ ব্যাপক কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, পিরোজপুর জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট জাকারিয়া খান স্বপন, পিরোজপুর জেলা আ'লীগের সদস্য ও সাবেক নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়া, ৯নং সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান গাউস মিয়া তালুকদার, কৌরিখাড়া ওয়ার্ড আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কর্মীসভা শেষ পর্যন্ত জনসভায় রূপান্তরিত হলে কর্মীদের আহবানে বিশাল মিছিল সুটিয়াকাঠি ইউনিয়নের মিয়ারহাট ও ইন্দুরহাট প্রদক্ষিণ করে।

মিছিল শেষে উপস্থিত কর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।