banglanewspaper

এম. ডি. ইউসুফ, স্বরূপকাঠী (পিরোজপুর) প্রতিনিধিঃ স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে কাপড় ব্যবসায়ীর দোকানের মালামালসহ বসতঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। এতে প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ ডিসেম্বর) রাত্র ১২টার দিকে স্বরূপকাঠী পৌর এলাকায় জগৎপট্টি গ্রামের ক্যাশিয়ার বাড়ী এলাকার ব্যবসায়ী সাইফুল হোসেনের ঘরে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, রাতে ঘুমের মধ্যে পোড়া গন্ধ এবং চর চর শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। বাইরে বের হয়ে দেখেন ব্যবসায়ী সাইফুলের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

তখন ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং যে যার মত করে আগুন নিভাতে শুরু করে। ততক্ষনে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে।

নেছারাবাদ ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে আসার মধ্যেই মূর্হুতেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসায়ী সাইফুল জানান, তার দোকানের মজুদ এবং পাইকারি মালামাল প্রায় সব মালামাল বাসার মধ্যে রাখা ছিল। এছাড়াও ঘরের ভিতরে নগদ ৪ লাখ টাকা সহ ৪০ লক্ষাধিক টাকার শাড়ি কাপড় ও দেশী-বিদেশী কম্বল ছিল।

ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটেছে।