banglanewspaper

জিম্বাবুয়েতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

জানা গেছে, হতাহতদের মধ্যে অনেকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং যারা বেঁচে আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।

জিম্বাবুয়ের গানাডা জেলায় বৃহস্পতিবার মাধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা, এখন পর্যন্ত দুর্ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

এদিকে জিম্বাবুয়ে রেডক্রস টুইটারে পুড়ে যাওয়া বাসটির যে ছবি পোস্ট করেছে সেখানে গাড়িটিকে পুরোপুরি ভস্মীভূত দেখা যাচ্ছে। সংস্থাটি বলছে, ওই বাসটি প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিল।