banglanewspaper

থাইল্যান্ডে ১৩ বছর বয়সী এক কিশোর বক্সার মারা যাওয়ার ঘটনায় দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুদের জন্য মুয়াই থাই মার্শাল আর্ট খেলা নিষিদ্ধ করার জোর দাবি উঠেছে।

একটি চ্যারিটি বক্সিং ম্যাচ খেলার সময় ওই ক্ষুদে বক্সার মারা যায়। নিহত কিশোরের নাম আনুচা তাসাকো। খেলায় কিশোরটির মাথায় বেশ কয়েকটি গুরতর আঘাত লাগে। বক্সিং রিংয়ে আঘাত পেলে মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, পরে হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে সে মারা যায়।

স্থানীয় গণমাধ্যম জানায়, আট বছর বয়স থেকে ছেলেটি বক্সিং করে যাচ্ছে। সে ১৫০টি বক্সিং ম্যাচে লড়েছে।

তার প্রতিপক্ষ নিতিক্রোন সোন্দে তার সমবয়সী বলে পুলিশ জানায়। ফেসবুকে অনুচার মৃত্যুতে সে দুঃখ প্রকাশ করেছে।