banglanewspaper

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে শেরিফ রন হেলুস নামে একজন পুলিশের ডেপুটি রয়েছেন। এ ঘটনায় আরও হয়েছেন আরও অন্তত ১০ জন। খবর আল-জাজিরার। 

বুধবার (৮ নভেম্বের) স্থানীয় সময় রাত ১১.২০ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে থাউজ্যান্ড ওয়াকস শহরে অবস্থিত বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল নামের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।

বারে স্থানীয় একটি কলেজের সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। হামলার সময় বারটিতে ২০০’র মতো মানুষ ছিলেন বলে সিএনএন জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলার মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন তারা। 

খবরে বলা হয়, নিহত পুলিশ সদস্য হেলুস ২৯ বছর ধরে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এক বছর পরেই তার অবসরে যাওয়ার কথা ছিল। তাকে একাধিক গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


চিকিৎসাধীন আহত এক ব্যক্তি বলেছেন হামলার শব্দ আতশ বাজির মতো ছিল। হামলাকারী এক নাগারে গুলি চালাতে থাকেন। 

ওয়াশিংটন পোস্ট বলছে, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামলার উদ্দেশ্যও জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয়, পরে হামলাকারী নিজের গুলিতেই নিহত হন। বারের ভেতরে থাকা লোকজন জানালা ভেঙে বের হন। অনেকেই টয়লেটের ভেতর আশ্রয় নেন। হামলাস্থল ঘিরে রেখেছে পুলিশ।