banglanewspaper

নাক দিয়ে রক্ত পড়ার প্রায় ৮০-৯০ ভাগ কারণ অজানা। কিন্তু তারপরও বাকি ১০ শতাংশ কারণ জানা জরুরি।
সাধারণত নাক দিয়ে রক্ত পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

চলুন জানা যাক কি কারণে নাক দিয়ে রক্ত পড়ে,আর সেক্ষেত্রে করণীয় কি

#কারণ::
৮০-৯০ ভাগ কারণ অজানা,হতে পারে পরিবেশ গত কারণে, তাপমাত্রা তারতম্যের জন্য। এছাড়াও,

* নাক এবং সাইনাস এর ইনফেকশন বা প্রদাহ।
* নাকে আঘাত পাওয়া।
* নাকে আঙ্গুল দেয়া বা নাক খোঁচানো।
* জন্মগত রক্তের জমাট বাঁধায় সহযোগী Clotting ফ্যাক্টর (যা স্বাভাবিক মানুষের রক্তে বিদ্যমান) এর অভাব। যা ব্লিডিং ডিসঅর্ডার নামে পরিচিত।
* নাকে টিউমার বা ক্যান্সার। ইত্যাদি।।

জেনে রাখা ভালো যে উচ্চ রক্তচাপ নাকে রক্ত পড়াকে তরান্বিত করে।

#করণীয়::
* ছবিতে দেখানো নিয়মে নাক চেপে ধরতে হবে এবং বসে মুখ খুলে নিঃশ্বাস নিতে হবে।(অন্তত ১০ মিনিট)
* এরপর নাকে এক টুকরো বরফ ধরে রাখুন।
* অতঃপর নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন বা হাসপাতালে নিন।

#প্রতিরোধ:
* নাকে আঙ্গুল দেয়া যাবে না।
* নিয়মিত নাকের ছিদ্রের সামনের অংশে এবং ভেতরে ভ্যাসলিন কিংবা সরিষার তেল আঙুলের মাথায় নিয়ে লাগান,তাতে শুষ্ক বা রুক্ষ হবে না এবং রক্ত পাতের সম্ভাবনা কমে যাবে। প্রয়োজনে চিকিৎসকেরর পরামর্শ নিন।