banglanewspaper

পাঁচ ইঞ্চি দণ্ড আমি কলম আমার নাম ।
বয়স আমার অল্প, কিন্তু করি অনেক কাম ।
অনেক ভালো বাসো আমায় ভুলতে কি আর পাই ।
নানা মুখী কর্মকাণ্ডে প্রস্তুত সদাই ।
প্রধানমন্ত্রীর হাতে থাকি সাইন করতে পাই ।
সবার দুঃখ ঘুছে যাবে এক খোচাতে ভাই ।
আমায় কাজে লাগিয়ে পরিক্ষায় করলে পাস ।
চাকুরীতে আজ আমার জন্য অনেক টাকা পাস ।
 রাজা ছাত্র মুচী মেথর সবার কাছে রই ।
আমার কাছে জাত বিচার আর ভেদাভেদ ত নাই ।
শেক্সপিয়র, রবীন্দ্রনাথ আমার জন্যে এত ।
গর্বিত চির স্কীকৃত আর বিশ্ববিখ্যাত ।

শ্রী মানিক চন্দ্র রায়, আদিতমারী, লালমনিরহাট ।