banglanewspaper

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ সুদে গৃহঋণ দেওয়ার বিষয়ে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সরকারি ব্যাংক চারটি হলো সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

চুক্তির মাধ্যমে এই চারটি ব্যাংক থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন। তবে এ মুহূর্তে শতভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ সুবিধা পাবেন না।

যে কয়টি মন্ত্রণালয় শতভাগ অনলাইন অটোমেশনের আওতায় এসেছে, সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীই শুধু এই সুবিধা পাবেন। এই ঋণের আওতায়  সর্বোচ্চ ৭৫ লাখ টাকা গৃহঋণ দেওয়া হবে। আর ঋণের সুদহার হবে ১০ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।

এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকারি কর্মচারীরা অবসরের পর যাতে নিশ্চিত আশ্রয় পায়, এর মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা হলো। এটা শুধু যাদের উচ্চ বেতন আছে, তাদের জন্যই নয়; বরং সবার জন্য। এটা খুবই গণতান্ত্রিক ও কার্যকরী হবে।’