banglanewspaper

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে ফয়জুর রহমান রাজু নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন গুলিবিদ্ধ হন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপদ রায়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসার সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনি বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত ছাত্রদল নেতা সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু।

জানা গেছে, মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরী নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে পদবঞ্চিত নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এতে ছাত্রদলের পদবঞ্চিত তিনজন আহত হন।

এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তাৎক্ষণিকভাবে আহত অপর দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজুর খালাতো ভাই আলমগীর হোসেন জানান, রাজু গুলিবিদ্ধ অবস্থায় মারা যান।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।