banglanewspaper

‘তাল’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’-র মত জনপ্রিয় সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের রসায়ন এক সময় বহু চর্চিত একটি বিষয়ও ছিল। আর সেই কারণেই এবার ফের প্রাক্তন সহকর্মীর সঙ্গে কাজের জন্য উত্সাহী হয়ে উঠলেন অনিল কাপুর। কিন্তু, অনিল কাপুর যাঁর সঙ্গে কাজ করার জন্য উত্সাহী হয়ে উঠেছেন, তিনি কে জানেন?

রিপোর্টে প্রকাশ, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কাজ করার জন্য এবার উত্সাহী হয়ে উঠেছেন অনিল কাপুর। তিনি বলেন, ঐশ্বর্য রাই বচ্চনকে ছাড়া ‘ফেনি খান’-এ অভিনয়ের কথা ভাবতেই পারছেন না তিনি। অর্থাত, ‘ফেনি খান’-এর শুটিং নিয়ে ইতিমধ্যেই উত্সাহী হয়ে উঠেছেন অনিল কাপুর।