banglanewspaper

বাগেরহাট প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, অবহেলিত খুলনা এখন উন্নয়নের জোয়ারে ভাসবে। গোটা দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে যাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও এই ভোটের প্রভাব পড়বে বলেও তিনি উল্লেখ করেন।