banglanewspaper

বিনোদন ডেস্ক: আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধে আপাতত কান মাতাতে ফ্রান্সে হাজির সোনম কাপুর। সোনমের রিসেপশনে যেভাবে বলিউডের একের পর এক তারকা ‘ডান্স ফ্লোরে’ ঝলসে উঠেছেন, তা কিন্তু এখনও ‘টক অফ দ্য টাউন’।

শাহরুখ খান থেকে সালমান খান, রণবীর সিং, সাইফ আলি খান, অক্ষয় কুমার সেদিন কোমর দুলিয়েছেন। স্বামী সাইফ আলি খানের ‘ওলে ওলে’ দিয়ে যখন ফ্লোর মাতিয়েছেন কারিনা, সেই ভিডিও ভাইরাল হয়ে যায় চটপট।

তবে ‘ডেসপ্যাসিতো’ দিয়েও ‘ডান্স ফ্লোরে’ আগুন ধরিয়েছেন কারিনা। কারিনাকে যোগ্য সঙ্গ দেন সাইফও। বাদ যাননি কারিশমা কাপুরও।