banglanewspaper

বিনোদন ডেস্ক : বছরখানেক আগে, প্রথম যখন ‘পটল কুমার গানওয়ালা’ দিয়ে ডেবিউ করেছিলেন বাংলা টেলিভিশনে, দর্শকের অনেকেই ভেবেছিলেন যে কে এই ‘পেতিত’ অভিনেত্রী?

চেহারার দিক দিয়ে তিনি আক্ষরিক অর্থেই ‘পেতিত’ অর্থাৎ ছিপছিপে ছোটখাট গড়নের। কে জানত, এই পেতিত চেহারার মানুষটি ১৫০ সিসি বাইক চালাতে পারেন অবলীলায়।  

সম্প্রতি ‘ভার্জিন মোহিতো’ ওয়েবসিরিজে তাঁর চমৎকার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন মৌসুমি। পাশাপাশি চলছে টেলি-অভিনয়। ‘জয় কালী কলকত্তাওয়ালি’-র সাম্প্রতিক গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। কিন্তু টেলিপর্দায় এই মুহূর্তে তাঁকে যেমনটা দেখছেন দর্শক, তার চেয়ে একেবারেই অন্য রকম তিনি বাস্তব জীবনে।

হ্যারি পটার সিরিজের ফ্যান মৌসুমি মনে মনে অত্যন্ত অ্যাডভেঞ্চারপ্রিয়। ‘রূপকথা’ ধারাবাহিকে মৌসুমি-অভিনীত রাজকুমারীর চরিত্রটি যেমন সাহসী, ব্যক্তিগত জীবনেও ঠিক তেমনটাই। ১৭ বছর বয়সেই বাইক চালানো শিখেছেন দাদার কাছে। এবার দক্ষতা আরও একটু বাড়ল বলা যায়।

১৫০ সিসি অ্যাভেঞ্জার চালালেন তিনি।মৌসুমি জানালেন,‘‘এত ভারী বাইক আগে চালাইনি। আমার ড্রাইভার টোটনদার কাছে শিখলাম’’