banglanewspaper

বিয়ের পরেরদিনই খুন্তি হাতে নেমে পড়লেন নতুন বউ শুভশ্রী। শ্বশুরবাড়ির সকলকে পেট ভরে খাওয়ানোর জন্য রান্না ঘরে দেখা গেলো এই তারকাকে।

অপরদিকে গত রবিবার ঘরোয়া মেজাজে দেখা গেল টালিউডের নব দম্পতি রাজ এবং শুভশ্রীকে। ওই দিন দুপুর থেকেই রান্নাঘরে লক্ষী বৌ-এর মতো রান্নায় ব্যস্ত ছিলেন শুভশ্রী। দুপুরে সবরকম রীতিনীতি মেনেই সুসম্পন্ন হয় বৌভাতের অনুষ্ঠান।

এদিন রাজ একহাতে খাবার এবং আরেক হাতে কাপড় নিয়ে সর্বসম্মুখে প্রতিশ্রুতিবদ্ধ হলেন শুভশ্রীকে খুশী রাখার। সেই মূহূর্তের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বিয়ে হয়ে রাজের বাড়িতে প্রথম এসে নিজের আলতা রাঙা পা রেখেছে।  তারপর একে একে সব নিয়ম মেনেছেন। কাঁকে কলসি নিয়েছেন, হাতে মাছও ধরার চেষ্টাও করেছেন। যদিও বা তা হাত ফসকে গেছে। তারপর আংটি খেলা।

রান্না করা, বৌভাতের সকালে সকলের পাতে ঘি-ভাত দেওয়া সবই করেছেন চিরাচরিত বাঙালি নববধূর মতোই। ভাত-কাপড়ের অনুষ্ঠানে বড়দের কথা মেনে রাজের পা ছুঁতেও দ্বিধা করেননি শুভশ্রী। এক্কেবারে বাধ্য মেয়ের মতোই।

জের বাড়িতে নববধূ শুভশ্রীর রান্না করার সময় তার সামনে ঘুর ঘুর করতে দেখা গেল জিলাটো। জিনিউজ