banglanewspaper

বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই তারা পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের ওপর দায় চাপাতে চাইছে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জনগণ কেন তাদের ভোট দেবে, আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আবদুল খালেককে জনগণ তাকে ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদের আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।

হানিফ বলেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কি আছে। নির্বাচন এলেই বিএনপির ভারত ভারত চুলকানি উঠে কেন। ভারতবিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভূতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।