banglanewspaper

আব্দুম মুনিব, কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি আজ রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের উপর দায় চাপাতে চাচ্ছে।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআইরোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময়কালে‘ খুলনা নির্বাচনে জয়ী হতে সরকারের সাদা পোশাকধারী বিশেষ বাহিনীকে এলাকায় সমাগম ঘটনানো হয়েছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, জনগণ কেন তাদের ভোট দেবে, আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আব্দুল খালেককে জনগণ তাকে ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদেরকে আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।

ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি প্রকাশ্যে আনতে অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কি আছে। নির্বাচন আসলেই বিএনপির ভারত ভারত চুলকানি উঠে কেন। ভারত বিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভুতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন তারেকসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।