banglanewspaper

মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ছড়ানো হয়েছে নতুন একটি ভাইরাস। বিশেষ এই ভাইরাসযুক্ত বার্তা কারও কাছে পাঠানো হলে সে যদি বার্তাটি ওপেন করে তাহলে তার মেসেঞ্জার ও অ্যান্ড্রোয়েড ফোনটি দুটিই আক্রান্ত হবে।

তবে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ ফেসবুক এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

টেকনোলজি বিষয়ক পোর্টাল স্লাশগিয়ারের বরাত দিয়ে খালিজ টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য মেসেজিং ভাইরাসের মতো এটাও লুকানো সিম্বল ব্যবহার করে তৈরি করা হয়েছে। কারও কাছে আসা মেসেজটি ওপের করলেই ভাইরাসটি সক্রিয় হতে শুরু করে। এরপর ওপারেটিং সিস্টেমকেই অচল করে দেয়।

এ ধরনের ম্যাসেজ বা ‘মেসেজ বোমা’ অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন না, এমন কি আই ইমেজ এ ধরনের ভাইরাস প্রতিরোধ করতে পারে না।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপ দুই ধরনের উৎস থেকে ভাইরাসটি ছড়ানো হচ্ছে। তাদের একটি উৎস থেকে মেসেজ পাঠানোর পর সতর্কবার্তা পাঠায়, যেখানে লেখা থাকে মেসেজটি ওপেন করলে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে।

অারেক ধরনের ভাইরাস আছে, সেগুলো দেখতে আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হতে পারে তারা কোনো সতর্কতামূলক সংকেত ও দেয় না। এ ধরণের ভাইরাস খুবই ক্ষতিকর।