banglanewspaper

আব্দুম মুনিব, কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহনে করার জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছেন। নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের মতামতের উপর ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনে আরপিও সংস্কারের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। এখানে সরকারের কোন ভুমিকা নেই।

শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে “আরপিও সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার আগামী জাতীয় নির্বাচন করতে চাই” মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি একটি জনধিক্কিত দল মন্তব্য করে হানিফ বলেন, বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছু খুঁজে পাই না। খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডিত হওয়ার মধ্যে দিয়ে বিএনপি জনগনের কাছে প্রতিষ্ঠিত দূর্নীতিবাজ দল হিসেবে চিহিৃত হয়েছে।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠিত দূর্নীতিবাজ দলের রাজনীতি বলে কিছু নেই। যার কারনে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে জনগনকে বিভ্রান্ত করতে চাই। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলীসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।