banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড় ও ভারি বর্ষণে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব প্রড়েছে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি তাজমহলেও। ঝড় ও ভারি বর্ষণে তাজমহলের ভিতরের অংশের একটি পিলার ভেঙ্গে পড়েছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, ঝড়ো বাতাসে তাজমহলের ‘বাবুদ দাখেলা’র একটি পিলার ভেঙ্গে পড়ে। এ ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

তবে ভারতের আগরা থেকে ৫০ কিলোমিটার দূরত্বে মথুরা জেলায় ঝড়ো বাতাসে টিনের ছাদ ধ্বসে তিনি শিশু মারা গেছে। এসময় শিশুদের বাবা মা কর্মক্ষেত্রে ছিল। এছাড়াও আরও কয়েকটি এলাকায় বড় ধরণের ক্ষতি হয়েছে।